Bhangar Incident: ভাঙড়ের ঘটনায় একাধিক প্রশ্ন তুলছেন খোদ প্রাক্তন পুলিশকর্তা। ABP Ananda Live

Continues below advertisement

ভাঙড়ে (Bhangar Incident) চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ২। বউবাজারের পর কলকাতা পুলিশের (Kolkata Police) আওতাধীন ভাঙড়েও পিটিয়ে খুনের অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু। ধৃত দোকান মালিক সাহারুল মোল্লা ও ব্যবসায়ী সৈকত মণ্ডল। দোকানের সামনে আজগর মোল্লাকে বেঁধে রেখে মারধরের অভিযোগ। পুলিশের হাতে মারধরের সিসিটিভি ফুটেজ। ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করে খোঁজ চালাচ্ছে পুলিশ।

প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য বলেন, 'ওই এলাকাটা এন্ট্রি পয়েন্ট। অবাক লাগছে, অতগুলো লোক এতক্ষণ ধরে মারল। ২ ঘণ্টা ধরে পড়েছিল। ওটা আসা-যাওয়ার পথে। পুলিশের গাড়ি ওখান থেকে ঘুরছে, তা সত্ত্বেও পড়ে রইল। বারবার ভাঙড়ে আইনের বিশৃঙ্খলা, পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বারবার ওই এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে।'

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram