Bhangar News: রণক্ষেত্র ভাঙড়, পতাকা উত্তোলনের পর ফেরার পথে আরাবুলের গাড়ির উপর হামলার অভিযোগ
ABP Ananda Live: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। পতাকা উত্তোলনের পর ফেরার পথে আরাবুলের গাড়ির উপর হামলার অভিযোগ।আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে ইট, এলাকায় পৌঁছে লাঠিচার্জ পুলিশের।
নতুন বছরে জমজমাট বেলুড়মঠ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম। আজকের দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আর সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মেতে উঠেছে ভক্ত সহ অসংখ্য সাধারণ মানুষ।
এদিন দক্ষিণেশ্বর, মায়ের বাড়ি তো বটেই বেলুড়মঠে প্রচুর মানুষের সমাগম হয়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির অসংখ্য মানুষ। কেউ এসেছে সপরিবারে, কেউবা একা বা বন্ধুর সাথে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুড় মঠ চত্বরে, গঙ্গার পাড়ে চুটিয়ে আড্ডা এবং প্রসাদগ্রহণ । সব মিলিয়ে বছরের প্রথম দিনের বেলুড় মঠের চিত্রটা একটু অন্যরকম।