Bharat Bandh: রায়গঞ্জে ধর্মঘটিদের সঙ্গে INTTUC সদস্যদের বচসা
ABP Ananda LIVE : রায়গঞ্জে উত্তরবঙ্গ রাষ্টীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে ধর্মঘটিদের সঙ্গে INTTUC সংস্থার বচসা।
'চিহ্নিত দাগি'দের পরীক্ষায় বসাতে মরিয়া SSC । চিহ্নিত দাগি'দের নিয়োগে অংশ নিতে না দিলে তাঁদের অপূরণীয় ক্ষতি, সওয়াল কমিশনের । 'এখনও পর্যন্ত ২ লক্ষ ৬০ হাজার আবেদন জমা পড়েছে' । তার মধ্যে মাত্র ১৮৮ জন 'চিহ্নিত দাগি' আবেদন করেছেন' । মোট 'চিহ্নিত দাগি' ১৮০১ জন, হাইকোর্টে জানাল SSC। চিহ্নিত দাগি'দের নিয়োগে অংশ নিতে না দিলে মৌলিক অধিকারে হস্তক্ষেপ, সওয়াল রাজ্যের । 'যেটা কেড়ে নেওয়ার ছিল সেটা সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে কেড়েছে' । যেটা দেওয়ার ছিল সেটাও নির্দিষ্ট ভাবে দিয়েছে, সওয়াল রাজ্যের । সুপ্রিম কোর্ট এদের ভবিষ্যৎ অধিকার কেড়ে নিতে চায়নি, সওয়াল রাজ্যের, কাল ফের শুনানি
নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি। অ্যাপ ক্যাবে চড়া ভাড়া। আরও ছ'দিন দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস।