Bharat Jodo Yatra: ''ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক', রাহুল গাঁধীর প্রশংসায়ে শত্রুঘ্ন | Bangla News

Continues below advertisement

ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর ভূয়সী প্রশংসা শত্রুঘ্ন সিনহার ।'ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক'। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার সঙ্গে ভারত জোড়ো যাত্রার তুলনা। প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের যাত্রার সঙ্গে রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার তুলনা । ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর প্রশংসা আসানসোলের তৃণমূল সাংসদের।

বিভাজনের রাজনীতি নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। চলছে টানাপোড়েন। এই বিভেদ মেটাতে মানুষে মানুষে দূরত্ব কমাতে হবে। মেটাতে হবে মতপার্থক্য। কলকাতায় প্রতীচী আয়োজিত, যুক্তসাধনা শীর্ষক অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের প্রশ্নের উত্তরে এই পরামশর্ই দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

বিজেপি গঙ্গার মতো! ডুব দিলে সব পাপ ধুয়ে যাবে! দক্ষিণ ত্রিপুরার কাকরাবনের বিজেপির জন-বিশ্বাস ‍র‍্যালিতে, এই মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা! চলতি বছরে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার বাম নেতাদের বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা লেনিন, স্তালিনের আদর্শে বিশ্বাসী, তাঁদের বলছি বিজেপিতে যোগ দিন। বিজেপি গঙ্গার মতো। ডুব দিলে আপনাদের সব পাপ ধুয়ে যাবে! স্বাভাবিকভাবেই এই মন্তব্যকে কেন্দ্র করে দানা বেধেছে বিতর্ক। মুখ্যমন্ত্রীর মানিক সাহার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে সিপিএম।

নোট বাতিলের পরই, কোটি কোটি কালো টাকা সাদা করতে খোলা হয়েছিল বেনামি অ্যাকাউন্ট। সিউড়ি সমবায় ব্যাঙ্কের ১৭৭টি বেনামি অ্যাকাউন্ট প্রসঙ্গে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। নোট বাতিলের সময় তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। তখন প্রতিবাদ করেননি কেন? বিরোধী দলনেতাকে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram