ABP News

TMC News: ভরতপুরের তৃণমূল বিধায়কের জাবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি

Continues below advertisement

ABP Ananda Live:'শো কজে আমি ভয় পাই না'। 'আমি তার উত্তরও দিয়েছি'। 'আমি কোনও অন্যায় করিনি'। 'বিধানসভার ভিতরে কিছু বলিনি'। 'আমি আমার সিদ্ধান্তে অনড়'। 'আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন'। 'মুর্শিদাবাদে ওঁর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না'। 'অধীর চৌধুরীকে আমি আড়াই ঘণ্টা আটকে রেখেছিলাম'। 'তখন উনি রেলের প্রতিমন্ত্রী'। 'মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছি'। 'এক্ষেত্রে আমি দেখব কী করে ঢোকে'। 'আমার জেলার কোনও কোনও নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখে'। 'আমার জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে শুভেন্দুর ভাইয়ের সরাসরি সম্পর্ক আছে'। 'রাজ্য নেতারা চাইলে আমি প্রমাণ করে দেব'। ঠুসো মন্তব্য প্রসঙ্গে দাবি হুমায়ুন কবীরের। 

 

'এবার যত খারাপ হোক, ১২ আসন জিততেই হবে', পূর্ব মেদিনীপুর নিয়ে দলীয় নেতা-কর্মীদের চ্যালেঞ্জ নেওয়ার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

গতবার ১৬টি আসনের মধ্যে ৯টিতে জিতেছি। এবার যত খারাপ হোক, ১২ আসন জিততেই হবে। পূর্ব মেদিনীপুর নিয়ে দলীয় নেতা-কর্মীদের চ্যালেঞ্জ নেওয়ার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জানি না, উনি কেন একথা বলেছেন, প্রতিক্রিয়া অখিল গিরির। যদিও সাংগঠনিক দুর্বলতার কথা মেনে নিয়েছেন তৃণমূলের তমলূক সাংগঠনিক জেলার সভাপতি। কটাক্ষ করেছে বিজেপি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram