Bhuban Badyakar Update: 'আর বাদাম বিক্রি নয়', সম্পূর্ণ ভাবে সঙ্গীত সাধনাতেই ডুবে যেতে চান ‘বাদামকাকু’ ভুবন|Bangla News

Continues below advertisement

হলি-বলি-টলি মেতে রয়েছে তাঁর গানে। বাদাম বিক্রেতার চেয়ে এখন শিল্পী হিসেবেই পরিচিত তিনি। তাই আর পুরনো পেশা এ বার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বাদাম বিক্রি ছেড়ে সম্পূর্ণ ভাবে সঙ্গীত সাধনাতেই ডুবে যেতে চান তিনি।

সাত সমুদ্র পেরিয়ে ভুবনের গাওয়া ‘কাঁচা বাদাম’ (Kancha Badam) ছড়িয়ে পড়েছে বিদেশেও। প্রত্যেকেই নিজের মতো করে তাঁর গানের আলাদা আলাদা সংস্করণও বার করছেন। সঙ্গে চলছে ডাবসম্যাশ, এবং নাচের রিলস। তাতেই এ বার শিল্পী ভুবনের ব্যবসায়ীক স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখছে গোধূলিবেলা মিউজিক কোম্পানি।

এক গানই যে তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে, সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল ভুবন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার গান নানা জায়গায় বাজছে। নাইজিরিয়াতেও বেজেছে। সবাই নাচছে আমার গানে। খুব ভাল লাগছে। বম্বে থেকে ডাক পাচ্ছি। দিল্লি এবং অসম থেকেও ডাকছে।”

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram