Bhupatinagar News: ভূপতিনগরে আক্রান্ত তৃণমূল, অভিযোগের তির বিজেপির দিকে। ABP Ananda Live

ABP Ananda Live: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে (Bhupatinagar) আক্রান্ত তৃণমূল (TMC)। শাসকদলের বুথ সভাপতিকে বেধড়ক মার। লাঠি-রড নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল বুথ সভাপতি তরুণ মল্লিক হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের অভিযোগ অস্বীকার বিজেপির।

অন্য়দিকে, ডায়মন্ড হারবারে ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ । 'EVM-এ জোড়া ফুল ছাড়া বাকি প্রতীকের উপর লাগানো ছিল টেপ'। 'ডায়মন্ড হারবারের নির্বাচন অবৈধ, আইনি লড়াইয়ে প্রমাণ হবে'। 'কেউ আইনি লড়াই করলে তাঁকেই সাহায্য করব'
'ডায়মন্ড হারবারে যে মডেল বাংলা দেখেছে, তা গ্রহণযোগ্য নয়'। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

পাশাপাশি,  ভোটের আগে নন্দীগ্রামে খুন, থানার যাবতীয় সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ। ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। বিজেপি নেতার মা রথীবালা আড়ি খুনের মামলায় নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যের রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিন্হার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola