Subodh Singh: এখনও বেপরোয়া সুবোধ, কোর্ট থেকে আসানসোল জেলে গিয়েই সিআইডিকে 'হুমকি'! ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এখনও বেপরোয়া সুবোধ, জেলেই সিআইডিকে (CID)'হুমকি' ! কোর্ট থেকে আসানসোল (Asansol)জেলে গিয়েই গ্যাংস্টারের 'হুমকি'! সিআইডি তদন্তকারী অপিসার-সহ আরেক অফিসারকে হুমকি। পরিবারসহ সিআইডির অফিসারকে খুনেরও হুমকি দেওয়ার অভিযোগ।
রাহুল গাঁধী বলেন, ' আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করেছি। এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, ' ভাল লাগছে, প্রতি দু-তিন মিনিট অন্তর বিজেপি লোকেরা সংবিধান- সংবিধান -সংবিধান করে চলেছে।' এরপরেই তিনি বলেন, 'ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলেই প্রতিহিংসা। সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত। আইডিয়া অফ ইন্ডিয়ার উপর হামলা হয়েছে।' মূলত দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ ৩ নতুন আইন। আইপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।