ABP News

Chakulia Police Firing: গাড়ি চুরির তদন্তে বাংলায় এসে 'গুলি' বিহার পুলিশের। ABP Ananda Live

Continues below advertisement

গাড়ি চুরির তদন্তে বাংলায় এসে 'গুলি' বিহার পুলিশের (Police Firing)! গুলি চালানোর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। গাড়ি চুরির তদন্তে উত্তর দিনাজপুরের (North Dinajpur) চাকুলিয়ায় বিহার পুলিশের অভিযান। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিহার পুলিশকে 'বাধা' স্থানীয়দের। বাধার মুখে পড়ে বিহার পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। প্রতিবাদে চাকুলিয়ায় পথ অবরোধ, বিক্ষোভ।

বেশ কিছুদিন আগে বিহার থেকে একটি ট্রাক্টর চুরি যায়। সেই ট্রাক্টর চুরির তদন্তে আসে বিহার পুলিশ। এদিন চাকুলিয়াতে এসে ওই ট্রাক্টরের চালককে পুলিশ ধরে গাড়িতে তোলে। সেই ঘটনায় প্রতিবাদ করে স্থানীয় লোকজন। তখনই বিহার পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা বেঁধে যায়। অভিযোগ, সেই সময়েই বিহার পুলিশের তরফে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়।  

বিহার পুলিশের তরফে এই অভিযান নিয়ে বাংলার পুলিশকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন ডালখোলার এসডিপিও রথীন্দ্রনাথ বিশ্বাস। তিনটি কার্তুজের খোল উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram