Malda News: মালদার চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতিতে বিহার-যোগ? ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: মালদার (Malda) চাঁচলে সোনার দোকানে (Gold Shop) দুঃসাহসিক ডাকাতিতে বিহার-যোগ! ৫ দুষ্কৃতীর মধ্যে ২ জন বিহারের (Bihar), ২ জন উত্তর দিনাজপুরের, ধারণা পুলিশের। অস্ত্র দেখিয়ে ৫ ডাকাতের তাণ্ডব, ৫ মিনিটের অপারেশন। হেলমেট, মাস্কে মুখ ঢেকে মারধর করে অবাধে লুঠপাট। সন্ধে ৬.৪৮: চাঁচলে ৫ ডাকাতের ৫ মিনিটের অপারেশন! থানার নাকের ডগায় গান পয়েন্টে সোনার দোকানে ডাকাতি। হাঁটা পথে থানা থেকে সাড়ে ৫ মিনিটের দূরত্ব, তাও আঁধারে পুলিশ! চাঁচলের একদিকে ইটাহার, একদিকে রায়গঞ্জ। চাঁচলের অন্যদিকে বিহারের কাটিহার, ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ। ABP Ananda Live
Continues below advertisement