Calcutta High Court: বিজেপি বিধায়কদের শাস্তি প্রত্যাহার মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অসন্তুষ্ট বিধানসভার অধ্যক্ষ । Bangla News

Continues below advertisement

বিজেপি বিধায়কদের শাস্তি প্রত্যাহার মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অসন্তুষ্ট বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এই মামলায় দোসরা মে-র মধ্যে অধ্যক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। এ নিয়ে ক্ষোভপ্রকাশ করে বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা অধ্যক্ষের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ। কখনই তা বাঞ্ছনীয় নয়। তিনি বলেন, সংবিধানের ২১২ নম্বর ধারায় বলা হয়েছে, আদালত কোনওভাবেই বিধানসভার কাজে হস্তক্ষেপ করতে পারবে না। তারপরও হাইকোর্ট কীভাবে তাঁর হলফনামা চাইল, তা নিয়ে বিস্মিত তিনি। পাশাপাশি অধ্যক্ষ জানিয়েছেন, শাস্তি পুনর্বিবেচনার জন্য অধ্যক্ষের কাছে বিধায়কদের আবেদন করার সুযোগ রয়েছে। তা সত্ত্বেও কেন তাঁরা আদালতে গেলেন, সেই প্রশ্নও তুলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram