Kajal Seikh: 'পাঙ্গা নিতে এস না, আমি চুড়ি পরে বসে নেই', হুঁশিয়ারি কাজল শেখের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জেল থেকে নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তাঁর ফেরার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় সামনে আসতে শুরু করেছেন, তাঁর একসময়ের অনুগামীরাও। যার মধ্য়ে রয়েছেন নানুরের কেরিম খানও। আর এই আবহে হুঁশিয়ারি দিয়ে, জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূলের কোর কমিটির সদস্য় কাজল শেখ ইঙ্গিতপূর্ণভাবে বললেন, ''আমি পঞ্চায়েতের পার্সেন্টেজ খেতে আসিনি। আমি নদীর বালি তুলে খেতে আসিনি। লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি আমি। যদি বাঁকা পথে চল, সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে। পাঙ্গা নিতে এস না, আমি চুড়ি পরে বসে নেই। অনেক ঘাটের এই জল পেটে আছে। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি সব খেলা খেলতে জানি। দাবা খেলাও খেলতে জানি, হাডুডুও খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে লাভ হবে না বন্ধু
আরও খবর....
অনুব্রত মণ্ডল তিহাড় জেল থেকে জামিন পেয়ে ফেরার পর চড়া সুরে কথা বলছিলেন কাজল শেখ। অবশেষে তিনি সুর বদল করলেন। অনুব্রত মণ্ডলকে নিজের অভিভাবক বলে উল্লেখ করলেন নানুরের তৃণমূল নেতা।
আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ২ মাসের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। ২৩ নভেম্বর পর্যন্ত ধর্মতলা, বউবাজারের বিস্তীর্ণ এলাকায় জারি ১৬৩ ধারা। মিছিলের আগেই নিষেধাজ্ঞা, কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে হাইকোর্টে সিপিএম। পুজোয় কি মানুষ বেরোবে না? মণ্ডপে গল্প করাও নিষিদ্ধ? প্রশ্ন মামলাকারীর। আদালতে ডাক্তাররাও। আজ শুনানি।