Birbhum Blast: বীরভূমে জোড়া বিস্ফোরণের সব নথি NIA-কে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের।Bangla News
Continues below advertisement
২০১৯-এ বীরভূমে জোড়া বিস্ফোরণের এনআইএ (NIA) তদন্তের নির্দেশ। বিস্ফোরণ সংক্রান্ত সব নথি এনআইএ-কে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের। ‘রাজ্যের তদন্তকারী সংস্থা কোনও প্রাথমিক রিপোর্ট এনআইএ-কে পাঠায়নি। আইন অনুযায়ী এমন ঘটনায় রিপোর্ট পাঠায় রাজ্যের তদন্তকারী সংস্থা। রিপোর্ট বিবেচনা করে তদন্তের সিদ্ধান্ত নেয় এনআইএ, পর্যবেক্ষণ হাইকোর্টের। ২০১৯-এর ২৯ অগাস্ট বীরভূমের সদাইপুরে বিস্ফোরণ। ২০১৯-এর ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুরে বিস্ফোরণ। নথি না পাওয়ার অভিযোগে বিশেষ আদালতের দ্বারস্থ হয় এনআইএ। নথি দিতে রাজ্যকে নির্দেশ নিম্ন আদালতের, চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় রাজ্য। সেই মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ।
Continues below advertisement
Tags :
ABP Ananda NIA Kolkata High Court Cid ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Birbhum Twin Blast Case NIA