Birbhum Violence: 'দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি', আনারুলের দাবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা | Bangla News

Continues below advertisement

সূচপুরে যেমন সাজিয়েছিলে, এখনও সবকটা জেলে আছে। ওই কেসটার মতো সাজাতে হবে। রামপুরহাটের বগটুইয়ে নিহতদের পরিজনদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার সময় এমনই মন্তব্য করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। যা নিয়ে তুঙ্গে বিতর্ক।

"তৃণমূলের একটি সাংবাদিক বৈঠকে মুখপাত্রের শরীরী ভাষা এবং বীরভূম জেলার সর্বোচ্চ নেতার সম্পর্কে তাঁর যে বক্তব্য এবং কিছুক্ষণের মধ্যেই বীরভূমের নেতার প্রতিক্রিয়াই প্রমাণ করে দিচ্ছে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র আনারুল, ভাদু শেখ যুক্ত নয়, যুক্ত আছে তৃণমূল কংগ্রেস", কটাক্ষ শমীক ভট্টাচার্যের।

'আমি নির্দোষ। দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি', রামপুরহাট মহকুমা আদালতে তোলার আগে দাবি আনারুল হোসেনের (Anarul Hossain)। আনারুলের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনাকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে আনারুল আত্মসমর্পণ করেছে, এটা স্পষ্ট। এর মানে আনারুল এতটাই মুখ্যমন্ত্রীর ভক্ত যে সে মুখ্যমন্ত্রীর নির্দেশের জন্য অপেক্ষা করছিল। মুখ্যমন্ত্রীর এই ভক্ত এমনভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে গেছে, যে মুখ্যমন্ত্রী বাকিদের বাঁচানোর জন্য আপাতত বলির পাঁঠা করলেন তৃণমূলের ব্লকের নেতাকে।"

আজ দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram