Birbhum Violence: 'ভাদুর জন্য একবছর ধরে গ্রামছাড়া ছিলাম', বলছেন ধৃত সঞ্জু শেখ।Bangla News
Continues below advertisement
রামপুরহাটের বগটুইয়ে তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই। সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুন, ১২০ বি ষড়যন্ত্র, ৩৪ সংগঠিত অপরাধ এবং বিস্ফোরক আইনের ৩ ও ৪ নম্বর ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে পলাশ শেখ, সোনা শেখ, সঞ্জু শেখ, ছোট লালন, মাসাদ শেখ-সহ ১০ জনের। খবর সিবিআই সূত্রে। আজ আদালতে পেশ হলে পাঁচজনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।
ভাদু একজন মাফিয়া, গুন্ডা। ভাদুর লোকেরাই লালনের নির্দেশে আমাদের বাড়িতে আগুন লাগায়। ভাদুর জন্য একবছর ধরে গ্রামছাড়া ছিলাম। তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনে ধৃত সঞ্জু শেখের দাবি। সঞ্জুর বাড়ি থেকেই ৭টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Khobor Bangla News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Birbhum News Ananda Live Birbhum Violence Rampurhat News Today Live Rampurhat News Today Bengali Rampurhat News Bengali Rampurhat Breaking News Rampurhat Live Rampurhat Ghotona Birbhum Hinsa Birbhum Incident Today Birbhum Hinsa Video Birbhum Violence Today Birbhum Incident Today Bengali News সঞ্জু শেখ