Durga Puja 2021: পাখা বুলিয়ে মাকে বরণ, সুরুলের জমিদার বাড়িতে দশমীর দিন হয় না সিঁদুর খেলা| Bangla News
Continues below advertisement
বীরভূমের বোলপুরের সুরুল জমিদার বাড়িতে আজ দশমীর দিন প্রথা মেনে অপরাজিতা পুজো হয়। এরপর বেলপাতায় দুর্গা লক্ষ্মী ও সরস্বতীর নাম লিখে মায়ের পায়ের কাছে রাখেন পরিবারের সদস্যরা। সার দিয়ে বাড়ির মহিলারা বড় বড় পাখা দুলিয়ে মাকে বরণ করেন। সেসময় মন্দিরে চলে আরতি। সুরুলের সরকার বাড়ির রেওয়াজ, দশমীর দিন পরিবারের প্রবীণ পুরুষ সদস্যরা হুণ্ডি নিয়ে বসেন। নবীন প্রজন্ম হুণ্ডিতে সাধ্যমতো দান করেন। এরপর পরিবারের সদস্যদের প্রতীকী শঙ্খচিল দর্শন। সুরুল জমিদার বাড়িতে পুজো হয় বৈষ্ণবমতে, সিঁদুরখেলা হয় না।
Continues below advertisement
Tags :
Dashami Vijaya Dashami Rajbari Puja Dashami Puja দুর্গা পূজা ২০২১ Banedi Bari Puja Durga Puja Date Maha Dashami End Of Durga Puja Happy Dussehra 2021 Happy Vijayadashami Vijayadashami 2021 Surul Jamidar Bari Jamidar Bari Puja