Birbhum News: লোকসভা ভোটে পিছিয়ে, সরানো হল নানুরের তৃণমূলের দুই অঞ্চল সভাপতিকে | ABP Ananda LIVE

Continues below advertisement

লোকসভা ভোটে বিজেপির তুলনায় পিছিয়ে থাকার জেরে নানুরে তৃণমূলের দুই অঞ্চল সভাপতিকে সরিয়ে দিলেন নানুর বিধানসভার দ্বায়িত্বে থাকা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা মেনেই এই কাজ বলে জানিয়েছেন তিনি। 

লোকসভা ভোটে বীরভূম জেলা ধরে রাখতে সক্ষম হলেও, নানুর বিধানসভার অন্তর্গত দাসকলগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ও কীর্নাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে রয়েছে তৃণমূল। কীর্ণাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৫ হাজার ৫৪৩ টি ভোট পেয়েছে। তৃণমূল পেয়েছে ৪ হাজার ৩৮টি ভোট। অর্থাৎ ১ হাজার ৫০৫ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। দাসকলগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ৩ হাজার ৮১৩ টি ভোট পেয়েছে তৃণমূল। বিজেপির প্রাপ্ত ভোট ৪ হাজার ৪২২। অর্থাৎ ৬০৯ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। আর এরপরই দলকে লিড না দিতে পারায় নামল শাস্তির খাঁড়া। বুধবার এই দুই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতিদের সরিয়ে দিলেন নানুর বিধানসভার দ্বায়িত্বপ্রাপ্ত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

লোকসভা ভোটে 'পিছিয়ে থাকায়' অপসারিত'। নানুরের ২ অঞ্চল সভাপতিকে সরাল তৃণমূল। 'পারফর্ম অর পেরিশ!' এটাই কি এখন শাসকের পারফরম্য়ান্স-কেন্দ্রিক  রাজনীতির মূলমন্ত্র?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram