Bolpur News: বোলপুরে রহস্যজনক অগ্নিকাণ্ডে ৩ মৃত্যু, গ্রেফতার বাড়িরই সেজ বৌ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বোলপুরের (bolpur)রজতপুরে একই পরিবারের ৩ জনকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার হলেন বাড়ির সেজ বউ। ধৃত স্মৃতি বিবি মৃত গৃহকর্তা আব্দুল হালিমের সেজ ভাইয়ের স্ত্রী। অভিযোগ, এক হাতুড়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্মৃতির। ভাসুর সেটা দেখে ফেলায়, তাঁকে স্ত্রী, পুত্র-সহ পুড়িয়ে মারার ছক কষেন স্মৃতি ও তাঁর প্রেমিক। পরিকল্পনা মতো ভাসুরের ঘরের জানলায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন যুগল, এমনই অভিযোগ রয়েছে। স্মৃতিকে জেরা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে বোলপুর থানার পুলিশ। আরেক অভিযুক্ত পলাতক।

: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল NIA. বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত বলে দাবি করে চার্জশিটে দুই তৃণমূল নেতা মানবকুমার পড়ুয়া ও নবকুমার পাণ্ডার নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। চার্জশিটে NIA-র দাবি, বিস্ফোরক জোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই। তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া ও তৃণমূল কর্মী নবকুমার পাণ্ডার দায়িত্ব ছিল লজিস্টিক সাপোর্ট দেওয়া। NIA-র দাবি, ভূপতিনগরে বোমা তৈরি করে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বাধ্য করা হত সভায় যেতে। সভায় না গেলে রান্নাঘরে বোমা রেখে দেওয়ার হুমকি দেওয়া হয়। ক্ষমতা দেখাতে গ্রামেই পুকুর পাড়ে চলত বোমা টেস্টিং, চার্জশিটে দাবি NIA-র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram