Birbhum News: এবার রঙের উৎসবেও লাগল ধর্মীয় মেরুকরণের রাজনীতির রং ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে সংরক্ষিত বনাঞ্চলে রং খেলা যাবে না বলে নির্দেশিকা ঝুলিয়েছিল বন দফতর। তাতেও লাগল ধর্মীয় মেরুকরণের রাজনীতির রং। পরিবেশ রক্ষার জন্য অনুরোধ করা হয়েছিল মাত্র। বিরোধী দলনেতার আক্রমণের জবাবে পাল্টা দাবি করলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।
মঙ্গলবার পদত্যাগের ইচ্ছা, বুধবার সকালে অবস্থান বদল, বিকেলে মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র পাঠালেন মলয় রায়
মঙ্গলবার পদত্যাগের ইচ্ছা, বুধবার সকালে অবস্থান বদল, বিকেলে মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র পাঠালেন মলয় রায়। ইস্তফাপত্র পাঠানোর পরেই ফের 'খেলা শুরু' মন্তব্য। 'কালকে বলেছিলাম খেলা শুরু হয়েছে, এখন অনেক খেলোয়াড় জার্সি পরতে পারছে না। সামনের সপ্তাহে মাঠে প্রকাশ্য খেলা চলে আসবে', ইস্তফা দেওয়ার পর ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতা পানিহাটির পুরসভার পদত্যাগী চেয়ারম্যানের।
'শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দোল খেলায় কোনও নিষেধাজ্ঞা নেই', শান্তিনিকেতনের পরিবেশ বাঁচিয়ে রং খেলা যাবে, জানিয়ে দিল বীরভূম জেলা পুলিশ। 'বসন্ত উৎসব ও হোলি উদযাপন সম্পর্কে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আমরা সকলকে ভুল তথ্য এড়িয়ে চলার অনুরোধ করছি। সঠিক আপডেটের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানাচ্ছি', ফেসবুকে পোস্ট বীরভূম জেলা পুলিশের।