Birbhum News: বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউট। পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বীরভূমের মহম্মদবাজারের শ্যুটআউট। পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন, মৃতের নাম সুজয় মণ্ডল। নিহত পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। 

১২০ কিমি বেগে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। রাত ১১.৩০ নাগাদ ওড়িশার ধামারার কাছে ল্যান্ডফল। প্রবল ঝড়ের সঙ্গে চলছে তুমুল বৃষ্টি। ভাঙল গাছ, উড়ল টিনের চাল। দানার দাপট বাংলাতেও। পূর্ব মেদিনীপুরেও বহু জায়গায় ভাঙল গাছ। জলোচ্ছ্বাসে মন্দারমণির নিচু জমিতে ঢুকল নোনা জল। ঝড়ের দাপট বকখালিতেও। নবান্ন থেকে পুরসভা-লালবাজারে কন্ট্রোলরুম। রাতভর নবান্নেই মুখ্যমন্ত্রী। পুরসভা থেকে নজরদারিতে মেয়র। রাতে বিদ্যুৎভবনেই অরূপ বিশ্বাস। পূর্বাভাস ছিল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ল্যান্ডফল শুরু হবে। সেই মতো এদিন রাত সাড়ে ১১টা নাগাদ শুরু হয় ল্যান্ডফল প্রক্রিয়া। সাগরদ্বীপ থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'দানা'। সর্বোচ্চ ১২০ কিমি বেগে ভিতরকণিকা ও ধামার মাঝে ল্যান্ডফলের আশঙ্কা। ৪ ঘণ্টা ধরে অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া। যত সময় এগোচ্ছে ততই উত্তাল হচ্ছে সমুদ্র।  দানার হানার মোকাবিলায় সতর্ক রেল থেকে বিমান। আগেই ট্রেনের চাকায় শিকল পড়েছিল। আর পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কায় ১৪ ঘণ্টার জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা অবধি বন্ধ থাকছে লোকাল ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল করা হয়েছে ১৯০ টি লোকাল ট্রেন। শিয়ালদার পাশাপাশি শুক্রবার ভোর ৪টে থেকে সকাল ১০ টা পুর্যন্ত হাওড়ার পূর্ব শাখায় ৬৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram