Rampurhat Fire: '১০টা বাড়িতে নয়, ৩-৪টে বাড়িতে আগুন লেগেছিল', রামপুরহাট প্রসঙ্গে দাবি অনুব্রতর। Bangla News

Continues below advertisement

তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাট (Rampurhat)। গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন। মিলেছে ১০ জনের দেহ, জানায় দমকল। অগ্নিকাণ্ডে মারা গিয়েছে ৮ জন। এমনটাই জানিয়েছেন রাজ্য় পুলিশের ডিজিপি মনোজ মালব্য। মৃত্যুর পিছনে রাজনীতি নেই বলে দাবি করেছেন ডিজি। মুখ্যসচিবের কাছে তথ্য তলব রাজ্যপালের। রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি। আইনের শাসন নেই এই রাজ্যে। ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গ্রামের যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই ধ্বংসলীলার ছবি। 

১০টা বাড়িতে নয়, ৩-৪টে বাড়িতে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে দমকল গিয়ে আগুন নিভিয়েছিল। টিভি ব্লাস্ট করে আগুন লাগে। পুলিশ তদন্ত করছে। দাবি অনুব্রতর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram