Hoy Ma Noy Bouma: আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে তারকারাও সামিল হয়েছেন প্রতিবাদে
Entertainment: আরজি কর কাণ্ডের প্রতিবাদে, বিচার চেয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে উত্তাল হয়েছে বাংলা। ভারতের নানা প্রান্তে, বিদেশের মাটিতেও সেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। শুক্রবার ৪২ দিনের আন্দোলনের পর ৪২ কিলোমিটার পথ পেরিয়ে মশাল মিছিল শেষ হয়েছে রাত তিনটে পাঁচে। তারকারাও সাধারণ মানুষের ভিড়ে মিশে প্রশ্ন তুলেছেন, আর কবে কন্ঠ শক্তি পাবে? আর কবে চিত্ত স্বাধীন হবে? আজ থেকে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন। কিন্তু ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদী কন্ঠ সোচ্চার থাকবে বলেই জানিয়েছেন তাঁরা। হ্যাঁ, এই আন্দোলন, এই লড়াই ঐতিহাসিক। সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ আন্দোলন আর কবে দেখা গিয়েছে? যে বাঙালির মেরুদণ্ড নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল, জুনিয়র ডাক্তাররা সেই মেরুদণ্ড সোজা করেই মধ্যবিত্ত বাঙালিকে রাস্তায় নামিয়েছেন প্রতিবাদের মুখ হিসেবে। অরিজিৎ সিংয়ের গানে মুখরিত হয়েছে বাংলার আকাশ-বাতাস, সবাই সোচ্চারে প্রশ্ন করেছেন, আর কবে?