Anubrata Mondal News : সায়গল হোসেনের একাধিক ব্যাঙ্ক লকারে মজুত আছে প্রচুর সোনা : CBI

বীরভূমে ( Birbhum )  একাধিক জমি কেনাবেচা হয়েছে, অথচ দলিলে কারও সই নেই। সায়গল হোসেনের ( saigal hossain ) একাধিক ব্যাঙ্ক লকারে মজুত আছে প্রচুর সোনা। গরু পাচার মামলায়, আদালতে এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরল CBI. তাদের দায়ের করা মামলায় অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal )  ও তাঁর দেহরক্ষী সায়গলকে ৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছে, আসানসোলের বিশেষ CBI আদালত। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola