Birbhum : সিউড়ির ভ্রমরকল গ্রামে বিসর্জনের সময় বক্স বাজানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ
ABP Ananda LIVE : বিসর্জনের সময় বক্স বাজানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। উত্তপ্ত হল সিউড়ির ভ্রমরকল গ্রাম, আহত ৪ । আক্রান্তদের অভিযোগ, তাঁরা তৃণমূল নেতা বকুল শেখের সমর্থক। মারধরের অভিযোগ সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। গতকাল রাতে বিসর্জনের শোভাযাত্রায় বক্স বাজানো ঘিরে গন্ডগোল শুরু হয়। ব্লক সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি, সংঘর্ষ থামাতে রাতে গ্রামে যায় পুলিশ।
আরও পড়ুন...
' অসুররাজ বন্ধ হোক' আজ সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা নিরঞ্জনে কাদের সামিল হতে বললেন সজল ?
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বিতর্কের অন্ত নেই। যতই বাড়ে তরজা , পাল্লা দিয়ে বাড়ে মানুষের ভিড়। এবারও পুজোর থিম ঘোষণার শুরু থেকেই পুলিশের সঙ্গে প্রবল টানাপোড়েন তৈরি হয় পুজোর অন্যতম উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। এই আবহে শনিবার নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রার ডাক দিলেন সজল ঘোষ। রবিবার রাজ্য সরকার আয়োজিত দুর্গা প্রতিমার নিরঞ্জন কার্নিভাল। তার আগেই আজ, শনিবার বিসর্জন হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা। তার আগে বিজেপি কাউন্সিলর ও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো-উদ্যোক্তা তাঁদের প্রতিমা বিসর্জনের যাত্রাকে পরিবর্তন যাত্রা হিসেবে অভিহিত করলেন। বললেন, মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা, তার পরিবর্তন আসুক।