SIR News: পশ্চিমবঙ্গেও হবে SIR, বিহারের পর এবার এরাজ্যেও প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন
ABP Ananda LIVE : দুর্গাপুজো মিটতেই পশ্চিমবঙ্গে বেজে গেল SIR-ডঙ্কা। বিহারের পর এবার এরাজ্যেও প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবারই কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী । আসছেন নির্বাচন কমিশনের IT ECI সীমা খান্না। পরদিন, অর্থাৎ বুধবার সকাল ১০টায় হবে বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমের রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ERO, এডিএম ইলেকশনকে থাকতে হবে বৈঠকে। ওসি ইলেকশন ও IT কর্মীদেরও বৈঠকে যোগদান বাধ্যতামূলক। বৈঠকের শেষে বিভিন্ন জেলার সদর দফতর, মহকুমা ও ব্লক অফিস পরিদর্শনে যাবেন কমিশন আধিকারিকরা। এরমধ্যেই ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত সব অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ।
পুরুলিয়া শহরে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার
পুরুলিয়া শহরে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার। পুরুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের গোশালায় সকালে মহিলার দেহ উদ্ধার। একটি প্রাইমারি স্কুলের পাশে ঘেরা জায়গায় দেহ পড়ে থাকতে দেখা যায়। তদন্তে নেমেছে পুলিশ।