Suvendu Adhikari: বড় চোরদের তিহাড়ে পাঠানোর ব্যবস্থা করব, কেষ্ট যাচ্ছে, আরও অনেকে যাবে : শুভেন্দু
'বড় চোরদের তিহাড়ে পাঠানোর ব্যবস্থা করব, কেষ্ট যাচ্ছে, আরও অনেকে যাবে। মাছ বিক্রেতা তিহাড়ে যাচ্ছে, কেষ্টবাবু কেমন লাগছে? গাঁজার কেস দিয়ে জেলে পুরতেন, এখন কেমন লাগছে' কীভাবে জেল থেকে ফোনে কথা বললেন অনুব্রত? কীভাবে ডিল, সব তথ্য আছে বিজেপির কাছে, তথ্য জানে তদন্তকারী সংস্থাও। কেষ্ট মণ্ডলের রক্ষীর সায়গলের দেড়শো কোটির সম্পত্তি থাকলে, মালিকের কত? সাধারণ পুলিশকর্মীর কীভাবে দেড়শো কোটির সম্পত্তি? অনুব্রতর গড়ে এলাম, কেউ তো গুড়-বাতাসা দেয়নি। গো জোয়ারি করে বীরভূম দখল করে রেখেছিল তৃণমূল আবাস যোজনায় তালিকা।
Tags :
Anubrata Mondal ABP Ananda ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Suvendu Adhikari Birbhum BanglaNews Bangla News Abp Ananda Live