Tagore Museum: কবিগুরুর স্মৃতিতে শান্তিনিকেতনে সংগ্রহশালা তৈরি ভারতীয় ডাক বিভাগের ।Bangla News

Continues below advertisement

কবিগুরুর স্মৃতিতে সংগ্রহশালা তৈরি ভারতীয় ডাক বিভাগের। তৈরি হল বীরভূমের শান্তিনিকেতনেই। বৃহস্পতিবার ওই সংগ্রহশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি। উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, জেনারেল পোস্টমাস্টার নীরাজ কুমার। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে  তৈরি দেশ-বিদেশের সব ডাকটিকিটই প্রদর্শিত হবে এই ডাকঘরে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে  ভারতে বহু ডাক টিকিট তৈরি হয়েছে৷ ভারত ছাড়াও, বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, ভিয়েতনাম, রোমানিয়া, সুইডেন প্রভৃতি দেশেও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি হয়েছে একাধিক ডাক টিকিট। সাধারণ মানুষের কাছে সেগুলি তুলে ধরতেই স্থায়ী সংগ্রহশালা তৈরি করল শান্তিনিকেতন ডাকঘর। 'ছায়াবীথি' নামক এই সংগ্রহশালায় শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নন, একাধিক বিশিষ্ট আশ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে ডাক টিকিট প্রদর্শনী। থাকবে কণিকা বন্দ্যোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, শান্তিদেব ঘোষ প্রমুখদের নিয়ে তৈরি ডাক টিকিটও
রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি বলেন, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে আমরা স্থায়ী মিউজিয়াম করলাম৷  এই প্রথম কবিগুরুকে নিয়ে স্থায়ী সংগ্রহশালা করলাম আমরা।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram