Birbhum : বোলপুরে এক বিচ্চু আছে, অনুব্রত-গড়ে কটাক্ষ সুকান্তর ; 'ধান্দাবাজ' বলে পাল্টা তৃণমূল নেতার | Bangla News
'মার দিয়ে মামলা খান। পাশে আছে দল। বোলপুরের এক বিচ্চু আছে, তাকে ভয় পাওয়ার কিছু নেই', দিলীপ ঘোষকে পাশে নিয়ে অনুব্রত-গড়ে সুকান্ত মজুমদারের এমনই হুঙ্কার। 'মার দিতে এলে কনুই ভেঙে যাবে। হাত সোজা রাখতে পারবেন তো?', বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাল্টা হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের।
এদিকে, মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে আরও অনেকে জড়িত, আদালতে চাঞ্চল্যকর দাবি ধৃত সুপারি কিলারের। সাত লক্ষ নয়, খুনের জন্য দশ হাজার টাকা পেয়েছিল বলে দাবি। আর এই খুনের নেপথ্যে একাধিক ব্যাক্তি জড়িত বলেও দাবি। সুপারি কিলারকে ৭ লক্ষ টাকা দেওয়া হয়, দাবি অন্যতম অভিযুক্ত শেখ রাজুর। ১২ জুলাই গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে।
পাশাপাশি, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সিতাই। বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা হামলার অভিযোগ তুলেছে শাসকদল। জখম হয়েছেন তাদের দুই কর্মী।