Anubrata Mondal: ভোটের মুখে অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় বিশাল যজ্ঞের আয়োজন করে তাঁর অনুগামীরা
ABP Ananda LIVE: ভোটের (Lok Sabha Election 2024)মুখে বীরভূমে (Birbhum)প্রাসঙ্গিক অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অনুগামীদের কেষ্ট-আরাধনা। অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় শনিবার বোলপুরের রেল ময়দানে দুর্গামন্দিরের সামনে বিশাল যজ্ঞের আয়োজন করে অনুব্রত মণ্ডলের অনুগামীরা। বিশাল যজ্ঞে রয়েছে তিন কুইন্টাল বেলকাঠ, ২৫ কেজি ঘি, সঙ্গে ঢাকের বাদ্যি।