Birbhum TMC News: বীরভূমে তৃণমূলের মাথাব্যথা K-ফ্যাক্টর? মঞ্চে অনুব্রতর নাম নেওয়ায় সতর্ক করলেন কাজল-ঘনিষ্ঠ!

একদিকে কেষ্ট, আরেকদিকে কাজল। বীরভূমে অন্তর্দ্বন্দ্বের কাঁটায় বিদ্ধ, তৃণমূলের ঘরোয়া রাজনীতিতে K-ফ্যাক্টর কি ক্রমেই জাঁকিয়ে বসছে? নেত্রীর কড়া বার্তার পরেও সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। মঞ্চে অনুব্রতর নাম নেওয়ায়, মাঝপথেই অঞ্চল সভাপতির বক্তৃতা থামিয়ে সতর্ক করলেন কাজল-ঘনিষ্ঠ ব্লক সভাপতি। সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। জেলার রাজনীতিতে তিনি কাজল শেখ-ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। বৃহস্পতিবার বীরভূম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর, শুক্রবার সকালেও নাম না করে অনুব্রত মণ্ডলকে নিশানা করেন তিনি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মিসভা থেকে বীরভূম নিয়ে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তার পরের দিনই বীরভূমে ফের প্রকাশ্যে চলে এল দুই নেতার সমর্থকদের দ্বন্দ্ব। পুরন্দরপুরে দলীয় সভায় মঞ্চে বলতে উঠে অনুব্রত মণ্ডলের নাম নিয়েছিলেন তাঁর অনুগামী হিসেবে পরিচিত অঞ্চল সভাপতি বলরাম বাগদি। তিনি তৃণমূল জেলা সভাপতির নাম নিতেই, মঞ্চে বসে থাকা সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম তাঁকে থামিয়ে দেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola