Kolkata Bus News: ইউনিয়নের নেতার দাদাগিরি! বন্ধ করে দেওয়া হল ৪৬ নম্বর রুটের সমস্ত বাস
তৃণমূল পরিচালিত বাসকর্মী ইউনিয়নের নেতার দাদাগিরির প্রতিবাদে বন্ধ করে দেওয়া হল ৪৬ নম্বর রুটের সমস্ত বাস। বাস মালিক ও চালকদের অভিযোগ, কন্ডাক্টরদের পুজো বোনাসের টাকা নয়ছয় করেছেন ইউনিয়নের নেতা। প্রতিবাদে ৪৬, ৪৬এ এবং ৪৬বি রুটের ৬৫ টি বাসের মধ্যে বন্ধ রয়েছে ৫৫ টি বাসই। ৪৬ নম্বর বাসের তিনটি আলাদা রুট রয়েছে। ৪৬, যেটি যায় এয়ারপোর্ট থেকে ধর্মতলা পর্যন্ত। ৪৬এ রুটের বাস যায় জগারডাঙা থেকে ধর্মতলা অবধি এবং ৪৬বি যায় মুনবিম থেকে ধর্মতলা পর্যন্ত। ২৬ ফেব্রুয়ারি থেকে এই সবকটি রুটেই বন্ধ রয়েছে যাত্রী পরিষেবা সমস্যার সমাধান করতে, এই নিয়ে হস্তক্ষেপ করেছেন খোদ পরিবহণমন্ত্রী। এমনিতেই কলকাতায় যাত্রীর তুলনায় বাসের সংখ্যা নেহাতই হাতে গোনা। এই অবস্থায় অচলাবস্থা কবে মিটবে সেদিকেই তাকিয়ে সকলে।