Birbhum Violence: সোমবার রাতে ঠিক কী ঘটেছিল রামপুরহাটের বগটুই গ্রামে? এবিপি আনন্দর হাতে সিবিআই-কে দেওয়া পুলিশের এফআইআরের প্রতিলিপি | Bangla News
রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের (CBI) এফআইআর এবিপি আনন্দর হাতে। এফআইআরে উল্লেখ, রাত সাড়ে ৮টা নাগাদ তৃণমূল উপপ্রধান ভাদু শেখ বোমাবাজিতে আহত হন পুলিশ জানতে পারে। ৮টা ৫০-এ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ৯টা ৩৫-এ রামপুরহাট থানার ডিউটি অফিসার বগটুইয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের জানান, গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাত ১০টা ৫-এ অর্থাৎ অগ্নিসংযোগের ঘটনার আধঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গিয়ে দেখা যায়, ৮টি বাড়ি জ্বলছে। পুলিশের তরফে দমকলকে খবর দেওয়া হয়। রাত ১০টা ২৫-এ গ্রামে আসে দমকলের ২টি ইঞ্জিন। চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আগুন নিভিয়ে রাত ২টোয় চলে যায় দমকল। আগুন নিভলেও প্রচণ্ড তাপের কারণে কোনও বাড়িতেই ঢোকেননি দমকল কর্মীরা। পরদিন সকাল ৭টা ১০-এ ফের উদ্ধারকাজ শুরু করে দমকল। একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৭টি ঝলসানো দেহ। ‘ভাদু শেখ খুনের পরই তার অনুগামীরা বাড়িঘর ভাঙচুর করে। পরিবারগুলিকে পুড়িয়ে মারার জন্য আগুন লাগিয়ে দেয়', সিবিআইকে দেওয়া পুলিশের এফআইআরে উল্লেখ।