Birbhum Violence: ভাদু শেখ খুনেরও তদন্ত করতে প্রস্তুত, আদালতে জানাল CBI ।Bangla News
রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট পেশ। তদন্তভার নেওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। "ভাদু শেখের বাড়ি ও আশেপাশে মানুষ হাঁটাচলা করেছে। তথ্যপ্রমাণ বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। আদালত নির্দেশ দিলে আমরা তদন্তভার গ্রহণ করব। আমরা এই মামলার তদন্তে টাওয়ার ডাম্পিং প্রযুক্তি ব্যবহার করেছি।" হাইকোর্টে জানাল সিবিআই। রামপুরহাটকাণ্ডে শুধুমাত্র ভাদু শেখ খুনের মামলার ভার সিবিআইকে দেওয়ার আর্জি ছিল। পুলিশ এই মামলার তদন্ত করছে। তাই সিবিআইকে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই। আদালতে জানাল রাজ্য। এরপরই সিবিআই আদালতের কাছে বক্তব্য রাখে, ১০ দিন কেটে যাবার পরও ভাদু শেখের খুনের তদন্তে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। দীর্ঘদিন কেটে যাবার ফলে, ভাদু শেখের বাড়ি এবং তার আশেপাশের তথ্যপ্রমাণ বেশ কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হলে তারা ভাদু শেখের খুনের তদন্তভারও নেওয়ার জন্য প্রস্তুত বলেও জানিয়েছে CBI।