Birbhum Violence: বগটুইয়ের পাশে কুমাড্ডা গ্রামে এল মিহিলালের পরিবার, থাকবে রাজ্য পুলিশের নিরাপত্তা । Bangla News

Continues below advertisement

বগটুইয়ের পাশে কুমাড্ডা গ্রামে এল মিহিলালের পরিবার। এতদিন ছিলেন সাইঁথিয়ায় আত্মীয়ের বাড়ি। বগটুইকাণ্ডে আগুনে পুড়ে মৃত্যু মিহিলালের মেয়ে, মা, বোন ও স্ত্রীর। তারপর থেকেই গ্রামছাড়া পরিবার। তাঁদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হবে রাজ্য পুলিশের তরফ থেকে। এসডিপিও এসে বাড়ির সদস্যদের বিশদ তথ্য নিয়ে ‌যান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram