Birbhum Violence: কোর্টের নির্দেশের পরই বীরভূমের এসপি-কে ই-মেল CBI-এর, কাল থেকে শুরু তদন্ত | Bangla News

Continues below advertisement

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পর রামপুরহাটকাণ্ডে কাল থেকে তদন্ত শুরু সিবিআই-এর। উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে হবে দল গঠন। বীরভূমের এসপি-কে ই-মেল সিবিআই-এর (CBI)। ই-মেল করে চাওয়া হল এফআইআরের কপি। চেয়ে পাঠানো হল অভিযোগ পত্রের কপিও। বীরভূম জেলা পুলিশের তরফে সিবিআইকে পাঠানো হল এফআইআর-এর কপি। পাঠানো হল অভিযোগ পত্রের কপিও।

সিবিআই (CBI) বাড়তি কী করবে জানা নেই, সিট (SIT) ইতিমধ্যেই তদন্ত অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। বাংলায় কোনও পক্ষপাতিত্ব হয় না। বরং আদালতই বলেছিল, তোতা পাখি। আর এর আগের তদন্তগুলোর ক্ষেত্রে দেখা গিয়েছিল একটা পক্ষপাতিত্ব থাকেই কেন্দ্রীয় সরকারের। রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের প্রেক্ষিতে এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় শুভবুদ্ধিসম্পন্ন সমস্ত মানুষ চিন্তিত। ঘটনা ধামাচাপা দিতে সিট (SIT) গঠন করেছে রাজ্য সরকার। পুলিশ-সিটে সাধারণ মানুষের আস্থা নেই। সিবিআই তদন্তেই সত্য সামনে আসবে, দোষীরা শাস্তি পাবে। মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এবার বিজেপির সঙ্গে সেটিং শুরু হবে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি যাবেন। কটাক্ষ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। পাল্টা সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram