Lalan Sheikh And CBI:অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে CBI-এর সিল করা বাড়ি থেকে চুরির অভিযোগ দায়ের মৃত লালন শেখের স্ত্রী রেশমা বিবির। Bangla News
Continues below advertisement
লালন শেখের বাড়িতে চুরির অভিযোগে অজ্ঞাতপরিচয় দুষ্কতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তাঁর স্ত্রী রেশমা বিবি। এই সংক্রান্ত খবরে এর আগে ভুলবশত সিবিআইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে এফআইআর হয়েছে বলে সম্প্রচারিত হয়, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। CBI-এর সিল করা বাড়ি থেকে চুরির অভিযোগ করলেন বগটুইয়ে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত মৃত লালন শেখের স্ত্রী রেশমা বিবি। রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। লালনের স্ত্রীর অভিযোগ, CBI তাঁদের বাড়ি সিল করে দেওয়া সত্ত্বেও সেখান থেকে খোয়া গিয়েছে মূল্যবান সামগ্রী। কীভাবে চুরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লালনের স্ত্রী।
Continues below advertisement
Tags :
FIR Wife Theft Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda Unidentified Miscreants Lalan Sheikh ABP Ananda Bengali News