BJP: ত্রিপুরায় তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করলেন না অমিত শাহ
বিধানসভা ভোটের প্রচারে সোমবার থেকে ত্রিপুরায় (Tripura) আছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও গতকাল জোড়া নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করলেন না অমিত শাহ। আক্রমণ করলেন শুধুই বাম (CPM) এবং কংগ্রেসকে (Congress)! যা নিয়ে ফের আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। প্রত্য়াশিতভাবেই তৃণমূল-বিজেপি (BJP) কেউই এই অভিযোগ মানতে নারাজ। এদিকে আজ আগরতলায় রোড শো আর জনসভা।