Amit Shah: 'কান খুলে শুনে রাখুন, ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি-র সরকার হতে যাচ্ছে', হুঙ্কার অমিত শাহর
ABP Ananda Live: বিহারের ফলপ্রকাশের পর থেকেই তরজাটা বাড়তি মাত্রা পেয়েছিল। নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিয়েছিলেন, এবার তাঁর লক্ষ্য় বাংলা। যদিও তৃণমূল বরাবরই দাবি করছে, এবারও স্বপ্নভঙ্গ হবে বিজেপির।
মিশন - ২০২৬। টার্গেট - পশ্চিমবঙ্গ। সেই লক্ষ্য়ে ময়দানে নেমে পড়েছে সব দল। একদিকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ময়দানে নেমে পড়েছেন! অন্য়দিকে, রাজ্য়ের বিজেপি সাংসদদের দিল্লিতে ডেকে ভোকাল টনিক দিচ্ছেন নরেন্দ্র মোদি! এর আগে বিহার জিতেই নরেন্দ্র মোদি বলেছিলেন--- "পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে, পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে। গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছয়।" একই সুরে অমিত শাহও বলেছিলেন--- "কান খুলে শুনে রাখুন, ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি-র সরকার হতে যাচ্ছে।" অন্য়দিকে, আজ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও সুর চড়িয়ে বিজেপির উদ্দেশে বলেছেন--- "বিহার তুমি দখল করেছো। বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো কোন ছাড়!"