TMC News: 'জোর করে কিছু দখল করতে গেলে, মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়', হুঙ্কার মমতার

Continues below advertisement

ABP Ananda LIVE: ভোট ঘোষণার আগেই রাজ্য়ে সাতটা জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদি। তার আগে আজ দিল্লিতে রাজ্য়ের দলীয় সাংসদদের ডেকে ভোকাল টনিক দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মাটি কামড়ে লড়াই জারি রেখে পশ্চিমবঙ্গ জয় সুনিশ্চিত করতে হবে। তারজন্য় কঠোর পরিশ্রম করতে হবে।'' অন্য়দিকে এদিনই মালদার সভা থেকে সুর চড়িয়ে মুখ্য়মন্ত্রী বললেন, 'জোর করে বাংলা দখলের চেষ্টা করলে জরুরি অবস্থার মতো পরিস্থিতি হবে'।

মিশন - ২০২৬। সূত্রের খবর, বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের ফাঁকে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী বলেন, মাটি কামড়ে লড়াই জারি রেখে পশ্চিমবঙ্গে জয় সুনিশ্চিত করতে হবে। আক্রমণ-হুঙ্কার-কটাক্ষের মিশ্রণে বিজেপিকে জবাব দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, জোর করে কিছু দখল করতে গেলে, মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান, সারা ভারতবর্ষে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। এদিকে, বিজেপি সূত্রে খবর, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আরও ৭টি সভা করবেন নরেন্দ্র মোদি। 
চলতি মাসেই রাণাঘাটে সভা করতে পারেন তিনি। 'মিশন বাংলার' লক্ষ্যে রাজ্য নেতৃত্বের সঙ্গে নিয়মিত 'রিভিউ মিটিং" করবেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola