TMC Inner Clash: নদিয়া আর বীরভূম, দুই জেলা থেকে উঠে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি

Continues below advertisement

ABP Ananda LIVE: হাতাহাতি, মারামারি, তেড়ে গিয়ে একে অপরকে লাথি। নদিয়া আর বীরভূম, দুই জেলা থেকে উঠে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিতে ছাড়েনি শাসক শিবিরও।

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আগামীকাল থেকে প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন। ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079। 

এবার অভিষেককে রাজ্য প্রশাসনে আসার দাবি ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূল নেতার। 'আসুক দাদা, ফিরুক স্বচ্ছতা, সুষ্ঠু প্রশাসন, করবে সুশাসন, বেহাল দশা, দেখাবে দিশা'। আর জি কর-কাণ্ডের মধ্যেই পোস্ট ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূল নেতার। ডায়মন্ড হারবারের একাধিক তৃণমূল নেতার পোস্ট ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। শাসন ব্যবস্থায় আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি তৃণমূল নেতার। অভিষেকের সুশাসনেই এগোবে রাজ্য, মন্তব্য ডায়মন্ড হারবারের তৃণমূল নেতার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram