BJP News: বিজেপির বেনজির গুন্ডামি, একেবারে প্রদেশ কংগ্রেসের সদর দফতরে

ABP Ananda LIVE: বিহারে বিরোধী জোটের সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে মা তুলে গালিগালাজ, আর সেই ঘটনার প্রেক্ষিতে, বিহার ও বাংলার প্রদেশ কংগ্রেস দফতরে তাণ্ডব চালাল বিজেপি। বিজেপির বেনজির গুন্ডামি!! একেবারে প্রদেশ কংগ্রেসের সদর দফতরে!! পশ্চিমবঙ্গের মতো একই ছবি দেখা গেল বিহারেও!! আর এই তাণ্ডব কেন? এখন বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী। বুধবার তিনি যান দ্বারভাঙ্গায়। রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্য মঞ্চ বাঁধা হয়েছিল। কংগ্রেসের সেই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীকে মা তুলে গালিগালাজ করা হয়। এই ঘটনায় মহম্মদ রিজভি নামে ২০ বছরের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, কংগ্রেসের মঞ্চ থেকে যেহেতু গালিগালাজ করা হয়েছে, তাই রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। পাল্টা কংগ্রেসের চ্য়ালেঞ্জ, তদন্ত হোক, দেখা হোক ওই ব্য়ক্তি আদতে কে? শুক্রবার রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় লিখেছেন, সত্য় এবং অহিংসার সামনে মিথ্য়ে এবং হিংসা টিকতে পারে না। যত মারধর, ভাঙচুর করতে চাও করো। আমরা সত্য় এবং সংবিধানকে রক্ষা করে যাব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola