Post Poll Violence: ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের আশ্বাস বিজেপির কেন্দ্রীয় দলের। ABP Ananda Live
ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় টিম। মাহেশ্বরী সদনে গিয়ে ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বললেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদরা। সোমবার যাবেন কোচবিহারে। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। ভোট মিটেছে ২ সপ্তাহ হতে চলেছে, কিন্তু, থামছে না অশান্তি। দিকে দিকে হুমকি ও হামলার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের। বিভিন্ন জায়গায় ঘরছাড়া বিজেপির কর্মী-সমর্থকরা। এই পরিস্থিতিতে ভোটপরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে, রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় টিম। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তৈরি করে দেওয়া চার সদস্যের কেন্দ্রীয় দলে রয়েছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি সাংসদ বিপ্লব দেব। কেন্দ্রীয় দলের বাকি তিনজন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন DGP ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এবং বিজেপি সাংসদ কবিতা পতিদার।