Post Poll Violence: ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের আশ্বাস বিজেপির কেন্দ্রীয় দলের। ABP Ananda Live

Continues below advertisement

ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় টিম। মাহেশ্বরী সদনে গিয়ে ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বললেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদরা। সোমবার যাবেন কোচবিহারে। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। ভোট মিটেছে ২ সপ্তাহ হতে চলেছে,  কিন্তু, থামছে না অশান্তি। দিকে দিকে হুমকি ও হামলার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের। বিভিন্ন জায়গায় ঘরছাড়া বিজেপির কর্মী-সমর্থকরা। এই পরিস্থিতিতে ভোটপরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে, রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় টিম। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তৈরি করে দেওয়া চার সদস্যের কেন্দ্রীয় দলে রয়েছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি সাংসদ বিপ্লব দেব। কেন্দ্রীয় দলের বাকি তিনজন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন DGP ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল  এবং বিজেপি সাংসদ কবিতা পতিদার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram