Loksabha Election: ডায়মন্ড হারবার, মথুরাপুরে ভোট-সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি বিজেপির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ডায়মন্ড হারবার, মথুরাপুরে ভোট-সন্ত্রাসের অভিযোগ । ডায়মন্ড হারবারের শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির । বজবজ, মহেশতলা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মেটিয়াবুরুজে অশান্তির অভিযোগ । মথুরাপুরেও একাধিক বুথে ফের ভোট চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি
ডায়মন্ড হারবারে (Diamond Harbour Lok Sabha Constituency) ভোট বাতিলের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি বলেন, 'হরিয়ানা, বিহারে দেখতাম, শুনতাম। তবে এবার নতুন প্রবণতা দেখা গিয়েছে। যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাঁদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে। এবং শেষপর্যন্ত কয়েক লক্ষ হিন্দু আজকে ভোট দান থেকে বঞ্চিত হয়েছেন। যার বেশিরভাগ অংশটাই, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে।'
ভোটের আগে সন্দেশখালির কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা চলছে। চটি পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালির ভোটারদের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালির মহিলাদের, তাঁরা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন। শাসক দলকে প্রাণপণে সমর্থন করছে পুলিশ, এক্স হ্যান্ডলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাঝরাতে বেড়মজুরে বিজেপি বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ। মহিলাদের হেনস্থা করা হচ্ছে, তাঁদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আলো নিভিয়ে এসব চলছে, তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে। পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে, এক্স হ্যান্ডলে পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য়।