BJP Election Strategy: শহরের ভোটারদের বাড়তি গুরুত্ব, নতুন কী রণকৌশল বিজেপির? ABP Ananda Live
ABP Ananda Live: লোকসভা ভোটে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে শহুরে ভোটারদের একটা বড় অংশ। পুরসভাভিত্তিক ফলাফলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। এবার সেটাকেই মূলধন করে রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির। বিদ্যুতের বিল, অগ্নিনির্বাপন ব্যবস্থার মতো ইস্যু নিয়ে শহরের ভোটারদের কাছে পৌঁছচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা।
২০১৯-এর লোকসভায় ভাল ফলের পর, ২১-এর বিধানসভায় ২০০ আসন টার্গেট করে থামতে হয়েছে সত্তরের ঘরে! সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ৩০ আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামলেও শেষপর্যন্ত ১২ আসন দখল করতে পেরেছে তারা। এবার বছর দুয়েকের মধ্যে বিধানসভার নির্বাচন। তার আগে এবার শহরের ভোটারদের বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। লোকসভা ভোটে রাজ্যে দারুণ ফল করলেও, পুর এলাকাগুলিতে ধাক্কা খেয়েছে তৃণমূল। লোকসভা ভোটের পুরসভাভিত্তিক ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, রাজ্যের ১২১টি পুরসভার ৭৪টিতে ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি।