Ananda Sokal:তৃণমূল নয়, দলের লোকই ফাঁসিয়েছে, বিস্ফোরক অভিযোগ গাঁজাকাণ্ডে ধৃত কিষাণ মোর্চা নেতার।ABP Ananda LIVE
সাঁকরাইলের গাঁজাকাণ্ডে নতুন ট্যুইস্ট! তৃণমূল নয়, দলের লোকই ফাঁসিয়েছে, অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর। রবিবার এই দাবি ঘিরে নতুন দিকে মোড় নিল হাওড়ার সাঁকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে গাঁজা উদ্ধারের ঘটনা। শনিবার সাঁকরাইলের কানদুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্যার বাড়িতে হানা দেয় পুলিশ। মেলে কেজি কেজি গাঁজার প্যাকেট। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৪০ কেজি। যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। এই ঘটনায় বিজেপি নেত্রীর স্বামী নিমাই রায় সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু হয়েছে।
Tags :
Ananda Sokal DISTRICT BJP Kisan Morcha Leader Arrested Sankrail Cannabis Recovery Howrah Drug Recovery