Dilip Ghosh: 'এরা কেউ ছাড়া পাবে না', কার উদ্দেশ্যে বললেন দিলীপ ঘোষ? ABP Ananda Live
Continues below advertisement
BJP: ৫ দিন পার, ডিজিপি (DGP)-র হুঁশিয়ারির পরেও অধরা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। কোথায় লুকিয়ে সন্দেশখালির (Sandeshkhali)তৃণমূল নেতা? নাগালের বাইরে ইডির (ED) উপর হামলাকারীরাও। 'শাহজাহান গায়েব হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা স্বরাষ্ট্রদফতরের ব্যর্থতা, আর স্বরাষ্ট্রদফতর মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা চাননা শাহজাহানকে গ্রেফতার করতে, তাঁরাই লুকিয়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চিরদিন দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে আছেন। বাকিবুর, শাহজাহান এরাই সাধারণত তাঁর ঘনিষ্ঠ লোক। মমতা বন্দ্যোপাধ্যায় এইধরনের নেতা তৈরি করেছেন', মন্তব্য দিলীপ ঘোষের। ABP Ananda Live
Continues below advertisement