BJP leader murder: বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মামলায় আদালতে ভর্ৎসনার মুখে কেন্দ্র

Continues below advertisement
বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মামলায় আদালতে ভর্ৎসনার মুখে কেন্দ্র 
'আদালতের নির্দেশের পরেও এখনও কেন মোতায়েন হল না কেন্দ্রীয় বাহিনী?'
প্রশ্ন কলকাতা হাইকোর্টের (Court) বিচারপতি রাজাশেখর মান্থার
'আদালতের নির্দেশে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, মাঝখানে লাল ফিতের ফাঁস কোথা থেকে এল ?' 
'কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছি, এখনও হয়নি'
'রাজ্য যদি নিরাপত্তা না দেয়? কিছু হয়ে গেলে কে দেখবে ?'
'ইতিমধ্যেই আপনারা আদালতের অবমাননা করছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক'
'এই গা ছাড়া মনোভাব কেন? আপনারা আইনের ঊর্ধ্বে নন'
'প্রয়োজন পড়লে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে ডেকে পাঠাব, জবাব চাইব'
'আদালত অবমাননার রুল জারি হবে'
দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আদালতে জমা দিল কমান্ড হাসপাতাল। 
'আদালতের নির্দেশের পরেও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়নি, শুধুমাত্র অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ'
আদালতে সওয়াল নিহতর পরিবারের আইনজীবীর
আদালতের নির্দেশের পরে যথাযথ ধারা যুক্ত করা হয়েছে, পাল্টা সওয়াল রাজ্যের আইনজীবীর
১০ দিন পর ফের এই মামলার শুনানি
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram