Arjun Singh: জয়ন্তর পদবী সিংহ তাই আমার সঙ্গে নাম জুড়ে দেওয়া হচ্ছে, অভিযোগ অর্জুন সিংহের
ABP Ananda Live: আড়িয়াদহের জয়ন্ত সিংহর অত্যাচারের একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে গত কয়েকদিনে। এই প্রসঙ্গে অর্জুন সিংহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কুণাল ঘোষ বলেছেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে যত তথ্য আছে তার ভিত্তিতেই তিনি কথা বলছেন। দলমত নির্বিশেষে পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন অর্জুন সিংহও। তাঁর কথায়, 'পশ্চিমবঙ্গের মানুষ এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন যিনি বাংলার ভূগোলটাও ঠিকভাবে জানেন না। যেহেতু জয়ন্তর পদবী সিংহ তাই তার সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। জয়ন্ত সিংহ আড়িয়াদহর বাসিন্দা। সেখানে কামারহাটি বিধানসভা। সেখানে বিধায়ক মদন মিত্র, সাংসদ সৌগত রায়। উনি জানেনই না, আমার নাম জুড়ে দিলেন। এটা দুর্ভাগ্যের যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী। আর একটা দুর্ভাগ্য উনি মিথ্যে কথা বলেন। উনি সংবিধানের শপথ নিয়ে মিথ্যে কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ২০২১ সাল থেকে জয়ন্ত সিংহর বাড়বাড়ন্ত। এদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন, ২০১৬ সাল থেকে পাঁচবার গ্রেফতার হয়েছেন জয়ন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আদৌ কি কোনও তথ্য রয়েছে, নাকি নেই, সেটাই বুঝতে পারছি না'।