BJP News: আজ ২০ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারে BJP, তমলুকে সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ABP Ananda LIVE: বাংলার (west bengal) জন্য আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি(bjp)। কেন্দ্র বদল হতে পারে দিলীপ ঘোষের(dilip ghosh)। মেদিনীপুরের বদলে বর্ধমান (burdwan)দুর্গাপুরের প্রার্থী হতে পারেন দিলীপ। বসিরহাট থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী ভারতী ঘোষ। কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী করতে পারে রাজবাড়ির সদস্য অমৃতা রায়কে। বিবেচনায় রয়েছে অসীম সরকারের নামও: সূত্র। সদ্য ইস্তফা দেওয়া আইপিএস দেবাশিস ধরকে বীরভূম থেকে প্রার্থী করতে পারে বিজেপি। কলকাতা দক্ষিণে বিজেপির আলোচনায় দুটি নাম। রুদ্রনীল ঘোষ এবং বৈশাখী ডালমিয়ার নাম ঘিরে জল্পনা। কলকাতা উত্তরে তৃণমূল থেকে যাওয়া তাপস রায়কে প্রার্থী করতে পারে বিজেপি। রাজ্যে প্রথম দফায় ভোট ১৯ এপ্রিল। প্রথমদফায় মনোনয়ন জমার শেষদিন ২৭ মার্চ। প্রথমদফায় ভোট রয়েছে জলপাইগুড়িতে। কিন্তু এখনও জলপাইগুড়িরও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।