Agnimitra Paul: ডাক্তারদের অবস্থান থেকে বিজেপি বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান, কী বললেন অগ্নিমিত্রা পাল?
'আমি পার্টি অফিসে এসেছি। ১২টা থেকে আমার একটি সাংবাদিক বৈঠক ছিল। যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে। ২ দিকের রাস্তা বন্ধ। গাড়ি ওদিকে রেখে হাঁটতে হাঁটতে এসেছি। আমি ওঁদের আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসিনি। তাঁরা আমাকে গো ব্যাক বলুক, তাঁরা আমাকে যাই বলুক। আমি দিদিভাই হিসেবে তাঁদের পাশে আছি। আমি কাজে এসেছি। হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে', জানালেন বিজেপি নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পাল।
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়কের উদ্দেশে গো ব্যাক স্লোগান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের।
রাত পেরিয়ে সকাল, স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। আর জি কর-কাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করা, খুনের মোটিস সামনে আনা, বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় তাঁরা। গিটার বাজিয়ে গান, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান, এই ভাবেই কেটেছে গোটা রাত। সকালেও স্বাস্থ্য ভবনের সামনে চলছে স্লোগান-শাউটিং। গতকাল নবান্ন থেকে মেল করে আলোচনায় বসার প্রস্তাব এসেছিল। মেলের ভাষা ‘অপমানজনক’ বলে দাবি করে, তা প্রস্তাব ফিরিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁরা আগেই জানিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।